রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতা আলফি শাহরিন আরিয়ানা এবং সৈকত রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। আলফি শাহরিন আরিয়ানা সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এবং সৈকত রায়হান ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও আইবিএ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সৈকত রায়হান সরকারের পক্ষে অবস্থান নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। অন্যদিকে, আলফি শাহরিন আন্দোলনরত ছাত্রীদের তালিকা তৈরি করে শীর্ষ ছাত্রলীগ নেতাদের কাছে পাঠিয়ে হুমকি দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীরা তাঁদের সঙ্গে একসঙ্গে পরীক্ষায় বসতে অস্বীকৃতি জানানোর পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। মতিহার থানার ওসি আবদুল মালেক জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Post a Comment