"৪৬ রানে অলআউট হয়ে লজ্জার নতুন অধ্যায়ে ভারত।"

 "বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পুরোপুরি দাপুটে ছিল ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দুই সেশন বাদ দিলে, বাংলাদেশ কখনোই স্বাগতিক ভারতকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে একেবারেই ভিন্ন এক চিত্র দেখা গেল। বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, দ্বিতীয় দিনেই সফরকারী দলটি ভারতকে বড়সড় লজ্জায় ফেলে দিয়েছে।"

লাঞ্চের পর প্রথম বলেই রবিচন্দ্রন অশ্বিন গোল্ডেন ডাক মেরেছেন। ম্যাট হেনরির বলে স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। শেষ স্বীকৃত ব্যাটার ঋষভ পান্তও আউট হন সেই হেনরির বলেই, টম ল্যাথামের হাতে ক্যাচ তুলে দিয়ে। এরপর ১ রান করে জাসপ্রিত বুমরাহও ফিরে যান, অতিরিক্ত বাউন্সের বলে উড়িয়ে মারার চেষ্টা করেন, আর ফাইন লেগে দুর্দান্ত ক্যাচ ধরেন হেনরি।

দিনের শেষ উইকেটটিও হেনরির দখলে যায়। টেস্ট ক্যারিয়ারের শততম উইকেট হিসেবে কুলদীপ যাদবকে আউট করেন তিনি।

বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামতেই স্বাগতিক ব্যাটারদের ওপর চড়াও হয় নিউজিল্যান্ড। লাঞ্চের আগেই মাত্র ৩৪ রান তুলতে ভারত হারিয়ে ফেলে ৬টি উইকেট, যার মধ্যে ৪ জন ব্যাটার ফিরেছেন শূন্য রানে। পরে আরেকজনের নামও যোগ হয় সেই তালিকায়। এটি ভারতের জন্য টেস্টে এক ইনিংসে ৫টি ডাক মারার ষষ্ঠ ঘটনা।

লাঞ্চের আগেই ৩৪ রানে ৬ উইকেট হারানো ঘরের মাঠে ভারতের জন্য গত ৫৫ বছরে দ্রুততম প্রথম ছয় উইকেট হারানোর রেকর্ড। এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ২৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ভারত। তবে এবারে নিউজিল্যান্ডের পেস ইউনিট এমন কিছু করবে, তা হয়তো কল্পনাতেও ছিল না ভারতের।


Post a Comment

Previous Post Next Post

1

Smartwatchs